বিনোদন

Sandhya Santaram | প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা সান্তারাম, শোকের ছায়া বিনোদনদুনিয়ায়

Sandhya Santaram | প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা সান্তারাম, শোকের ছায়া বিনোদনদুনিয়ায়
Key Highlights

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। শনিবার মুম্বইয়ে প্রয়াত হন বর্ষীয়ান অভিনেত্রী।

শনিবার মুম্বইয়ে প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা সান্তারাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। ১৯৫০ সালে পরিচালক ভি শান্তারাম তাঁর ছবি ‘অমর ভূপালী’র জন্য নায়িকার সন্ধান করতে গিয়ে অভিনেত্রীকে খুঁজে পান। ১৯৫৬ সালে তাঁদের চারহাত এক হয়। ২০ বছরের অভিনয় জীবনে বর্ষীয়ান অভিনেত্রী শুধুমাত্র পরিচালক স্বামীর ছবিতেই অভিনয় করেছেন। ‘পিঞ্জরা’, ‘দো আঁখে বারাহ হাত’, ‘ঝনক ঝনক পায়েল বাজে’র মতো ছবিতে অসামান্য অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। পাশাপাশি তিনি ছিলেন অসাধারণ নৃত্যশিল্পী।