RG Kar Case | 'তিলোত্তমা' ধর্ষণ-খুন কাণ্ডে শীঘ্রই রায়দান! আগামীকালই সব পক্ষের সওয়াল-জবাব শেষের সম্ভাবনা
নিম্ন আদালতে শেষ হয়েছে ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ারের আইনজীবীর সওয়াল জবাব।
আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডের ৫ মাস হতে চললো, এখনও অপেক্ষা রায়দানের। তবে সূত্রের খবর, রায়দানের আর খুব বেশি দেরী নেই। নিম্ন আদালতে শেষ হয়েছে ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ারের আইনজীবীর সওয়াল জবাব। বৃহস্পতিবার ফের ওই মামলার শুনানি আছে। 'তিলোত্তমা'র বাবা মা কিছু বলার আবেদন জানিয়েছেন। বৃহস্পতিবার বক্তব্য পেশ করবে সিবিআইও। সব পক্ষের বক্তব্য সম্পূর্ণ হলে আরজিকর মামলায় বৃহস্পতিবারই শেষ হবে সওয়াল জবাব। এরপর শুরু হবে রায় ঘোষণার প্রক্রিয়া।