RG Kar Case | অবশেষে বিচার পেতে চলেছে 'তিলোত্তমা'! আগামী ১৮ জানুয়ারি আরজিকর ধর্ষণ-খুন কাণ্ডের রায়দান
Thursday, January 9 2025, 12:34 pm
![highlight](/img/target.png)
আরজিকরে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডের ৫ মাসের মাথায় অবশেষে শেষ হলো সব পক্ষের সওয়াল জবাব।
অবশেষে বিচার পেতে চলেছে 'তিলোত্তমা'! আরজিকরে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডের ৫ মাসের মাথায় অবশেষে শেষ হলো সব পক্ষের সওয়াল জবাব। এবার হবে রায়দান। আগামী ১৮ জানুয়ারি, শনিবার, দুপুর আড়াইটেয় রায় ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। আরজি করের খুন ধর্ষণ মামলায় বুধবারই সওয়াল শেষ করেছেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পক্ষের আইনজীবী। বৃহস্পতিবার বক্তব্য সম্পূর্ণ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। 'তিলোত্তমা'র বাবা মাও তাঁদের বক্তব্য জানান আদালতে।