Venezuela | ‘মাদক চোরাচালান’ আসলে ছুঁতো, ‘জ্বালানী লোভীরা ভেনেজুয়েলার সম্পদ চায়’- সাফ জানালেন ডেলসি রডরিগেজ

Thursday, January 8 2026, 4:58 pm
Venezuela | ‘মাদক চোরাচালান’ আসলে ছুঁতো, ‘জ্বালানী লোভীরা ভেনেজুয়েলার সম্পদ চায়’- সাফ জানালেন ডেলসি রডরিগেজ
highlightKey Highlights

অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ জানিয়ে দিলেন, ‘মাদক চোরাচালান’, ‘গণতন্ত্র’, ‘মানবাধিকার’ সংক্রান্ত অভিযোগ আসলে ছুঁতো। চিরকালই ভেনেজুয়েলায় মার্কিন অধিপত্যের নেপথ্যে তেল।


বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ বলেন, “আপনারা সকলেই জানে যে উত্তরের জ্বালানী লোভীরা আমাদের দেশের সম্পদ চায়। মাদক পাচার, গণতন্ত্র এবং মানবাধিকার সম্পর্কিত বক্তব্য আসলে অজুহাত।” আমেরিকা এবং ভেনেজুয়েলার শক্তির (মূলত জ্বালানী তেল) বণ্টন সংক্রান্ত সম্পর্ক নিয়ে বলেন, “মুক্ত সম্পর্কে সকলে লাভবান হন। যেখানে বাণিজ্যিক চুক্তিতে একে অপরকে সহযোগিতার বিষয়টি স্পষ্ট করা হয়।" ভেনেজুয়েলার জ্বালানি তেলের ভাণ্ডারের দিকেই নজর আমেরিকার, বৃহস্পতিবার তা জানিয়ে দিল ওয়াশিংটন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File