Vegetable Market Price | পুজোর আগেই উর্দ্ধমুখী সবজি বাজার, ছেঁকা দিচ্ছে আলু-পটল!

Sunday, August 31 2025, 5:01 am
highlightKey Highlights

আনাজ তো বটেই, শাকপাতাতে হাত ছোঁয়ালেও ছেঁকা খেতে হচ্ছে। সামান্য লাউ, সাধারণত দাম ২০-৩০ টাকার বেশি হওয়ার কথা নয়, এখন বিকোচ্ছে ৭০-৮০ টাকায়!


সামনেই পুজো। সোনার দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সবজিপাতির মূল্য! মূলত আনাজের আকালেই দাম চড়ছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। কলকাতার বড়ো বাজারগুলি যেমন কালীঘাট, গড়িয়া, বাঘাযতীন, মানিকতলা, গড়িয়াহাট, শ্যামবাজারে কয়েক সপ্তাহ আগেও ৫০ থেকে ৬০ টাকা কেজিতে আনাজ মিলত, এখন সেই দামই ১০০ থেকে ১২০ টাকা। বেগুন কেজিপ্রতি ১৫০ টাকা। এক মাস আগে কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকায় পাওয়া কাঁচালঙ্কাও দাম বাড়িয়ে পৌঁছেছে দেড়শোতে। লাউ বিকোচ্ছে ৮০ টাকায়! পটল,ঢেঁড়শ,ঝিঙে, সবই এখন ৮০ থেকে ১০০ টাকা কেজি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File