দেশ

Oldest Elephant in Asia | মৃত্যু হলো এশিয়ার সবচেয়ে বয়স্ক হস্তিনী ‘বৎসলা’-র, শোকপ্রকাশ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

Oldest Elephant in Asia | মৃত্যু হলো এশিয়ার সবচেয়ে বয়স্ক হস্তিনী ‘বৎসলা’-র, শোকপ্রকাশ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর
Key Highlights

শতাধিক বছরের বেশি বয়সি ‘বৎসলা’ ছিল এশিয়ার সবচেয়ে বয়স্ক হস্তিনী। মঙ্গলবার দুপুরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ‘বৎসলা’।

মঙ্গলবার দুপুরে মৃত্যু হলো এশিয়ার সবচেয়ে বয়স্ক হস্তিনী ‘বৎসলা’র। মধ্যপ্রদেশের পান্না টাইগার রিজ়ার্ভের অন্যতম প্রধান আকর্ষণ ছিল এই শতাধিক বছরের বেশি বয়সি ‘বৎসলা’। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। শোকস্তব্ধ পান্না এলাকার বনবিভাগের অফিসার ও কর্মীরা। অধিকারিকরা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিল বৎসলা। বয়সের কারণে দৃষ্টিশক্তি হারিয়েছিল সে। সম্প্রতি তাঁর পায়ের নখে চোট লাগে। বনকর্মীরা তাঁকে সুস্থ করার চেষ্টা করেন। তবে সব চেষ্টা বিফলে গিয়েছে।