Champions Trophy 2025 | ত্রাতা বরুন, কিউয়ি বধ ভারতের, সেমিফাইনালে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

Sunday, March 2 2025, 5:53 pm
highlightKey Highlights

স্কোরবোর্ডে পাহাড় প্রমাণ রান না থাকলেও রোহিত শর্মারা পারলেন জয়ের হ্যাটট্রিক করতে। টিম গেমেই সম্ভব হল কিউয়ি বধ।


চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি দৌড়ে নিউজিল্যান্ডকে হারালো ভারত। শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করলো টিম ইন্ডিয়া। এদিন নজর কাড়লো তরুণ বোলার বরুন চক্রবর্তী। রানার সাবস্টিটিউট হিসেবে নেমে বিধ্বংসী বোলিংয়ে কিউয়িদের পাঁচ পাঁচখানা উইকেট নিজের ঝুলিতে পুরলো সে। টার্গেট ছিল ২৫০। ২০৫ রানেই থামলো কিউয়িদের রথ। এদিনকার ম্যাচ শেষে ৪৪ রানে জয়ী ভারত। মঙ্গলবার ভারতের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে ট্র্যাভিস বধে নামবে গম্ভীরের টিম ইন্ডিয়া। অন্যদিকে সেমিফাইনালে নিউজিল্যান্ড মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File