Varun Chakraborty | বুমরাহকে ছাপিয়ে গেলেন বরুণ চক্রবর্তী! টি-টোয়েন্টির ক্রমতালিকায় রেটিং পয়েন্টে বাজিমাত বোলারের

তিনি আইসিসি’র টি-টোয়েন্টি ক্রমতালিকায় সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পাওয়া ভারতীয় বোলার।
আজ রেটিং পয়েন্টের তালিকা প্রকাশ করেছে আইসিসি। তাতেই বাজিমাত করেছেন ভারতীয় ‘রহস্য স্পিনার’ বরুণ চক্রবর্তী। আইসিসি’র টি টোয়েন্টি ক্রমতালিকায় সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পাওয়া ভারতীয় বোলার হিসেবে নাম উঠে এসেছে তাঁর। প্রথম দশে বরুন ছাড়া কোনো ভারতীয় বোলার নেই! ২০১৭ সালে কেরিয়ারের সর্বোচ্চ ৭৮৩ রেটিং পয়েন্ট পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ। বুধবার রেটিং পয়েন্টের দিক থেকে টিম ইন্ডিয়ার পেসারকে পিছনে ফেলেছেন বরুণ। তাঁর রেটিং পয়েন্ট ৮১৮। ৬৯৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কিউয়ি তারকা জ্যাকব ডাফি।
