Varun Aaron । ক্রিকেট থেকে বিদায় নিলেন গুজরাট টাইটান্সের প্রাক্তনী বরুণ অ্যারন, নিজের অনুভূতি শেয়ার করলেন এক্স হ্যান্ডেলে

সব ধরনের প্রতিনিধিত্ব মূলক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বরুণ অ্যারন। ঝাড়খণ্ড বিজয় হাজারে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরই অবসর বার্তা জানালেন বরুণ।
সব ফর্মের ক্রিকেট থেকে অবসরনিলেন ভারতীয় আইপিএল তারকা বরুন অ্যারন। ঝাড়খণ্ড বিজয় হাজারে টুর্নামেন্ট থেকে অবসর নেওয়ার পরই একথা জানালেন তিনি। ২০১০ ও ১১ সালে বিজয় হাজারে ট্রফিতে প্রতি ঘণ্টায় ১৫০কিমি গতিতে বল করেছিলেন তিনি। ২০১১সালে ভারতীয় দলে অভিষেক হয়েছিল এই ক্রিকেট তারকার। দেশের হয়ে ৯টি টেস্ট ম্যাচে ১৮টি উইকেট পেয়েছিলেন বরুণ। তবে চোটের কারণে নিজের বোলিং প্রতিভা সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল ও জিতেছিলেন তিনি।