Lalit Modi | ভারতের নাগালের বাইরে যেতে ভানুয়াতুর নাগরিকত্ব নেওয়ার পরিকল্পনা, ললিতের পাসপোর্ট বাতিল করলেন প্রধানমন্ত্রী!
Monday, March 10 2025, 8:16 am
Key Highlightsভারতের নাগরিকত্ব ছেড়ে ভানুয়াতুর নাগরিকত্ব নেওয়ার পরিকল্পনা করেছিলেন ললিত মোদি।
ললিতের পাসপোর্ট বাতিল করলো ভানুয়াতুর প্রধানমন্ত্রী জোথাম নাপাট। ভারতের নাগরিকত্ব ছেড়ে ভানুয়াতুর নাগরিকত্ব নেওয়ার পরিকল্পনা করেছিলেন ললিত মোদি। ওই দ্বীপরাষ্ট্রটির সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি নেই। তাই আগামী দিনে ললিত যদি ভারতের আইনে দোষীও সাব্যস্ত হন, তাতেও তাঁকে দেশে ফেরাতে পারবে না ভারত। এদিকে ললিতের বিরুদ্ধে নোটিস জারি করতে চেয়ে দুবার ইন্টারপোলের কাছে আবেদন জানায় ভারত। কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে তা খারিজ হয়ে যায়। এরপরই ললিতের পাসপোর্ট বাতিল করেন ভানুয়াতুর প্রধানমন্ত্রী।
- Related topics -
- আন্তর্জাতিক
- দেশ
- ভারত
- পাসপোর্ট
- ভারতীয় পাসপোর্ট

