রাজ্য

Vande Bharat Express | অপেক্ষা ৩ মাসের! এবার শিয়ালদহ স্টেশন থেকেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস!

Vande Bharat Express | অপেক্ষা ৩ মাসের! এবার শিয়ালদহ স্টেশন থেকেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস!
Key Highlights

তিনমাসের মধ্যে শিয়ালদহ থেকে এই সেমি হাই স্পিড ট্রেনের পরিষেবা শুরু হতে পারে।

এবার শিয়ালদহ স্টেশন থেকেও চলবে বন্দে ভারত এক্সপ্রেস! রেল সূত্রে খবর, তিনমাসের মধ্যে শিয়ালদহ থেকে এই সেমি হাই স্পিড ট্রেনের পরিষেবা শুরু হতে পারে। এখন আপাতত প্রয়োজনীয় পরিকাঠামোর কাজ চলছে। জানা গিয়েছে, প্রায় ২৫০ কোটি টাকা খরচ করে কলকাতা টার্মিনাল লাগোয়া কাশীপুরে আধুনিক কোচিং ডিপো তৈরি করা হবে। ট্র্যাকের কাজও হবে। কাজ শেষ হলেই শিয়ালদহ থেকে বন্দে ভারত ছুটবে। ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ পদস্থ আধিকারিকরা। উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যে মোট নয়টি রুটে চলে বন্দে ভারত।