স্বাস্থ্যমার্কিন প্রশাসনের সতর্কবার্তা - ফাইজার, মর্ডানার ভ্যাকসিন নেওয়ার পর বড় হচ্ছে হৃৎপিন্ড!
সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ফাইজার ও মর্ডানা সংস্থার করোনা টিকা যারা নিচ্ছেন তাঁদের মধ্যে মায়োকার্ডাইটিস বা পেরিকার্ডাইটিসের উপসর্গ দেখা দিতে পারে অর্থাৎ হৃদপিণ্ডের আকার বড় হয়ে যেতে পারে। মার্কিন প্রশাসনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, টিকা নেওয়ার পর বুকে ব্যথা হওয়া বা শ্বাসকষ্ট হওয়া বা হার্ড বিট বেড়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে সতর্ক থাকতে হবে এবং অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ইতিমধ্যে এই একই উপসর্গ ইজরায়েলেও দেখা গেছে ।