Uttarakhand Fire | দাউদাউ জ্বলছে ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’, দাবানল ছড়াচ্ছে হিমালয়ের কোলে, উদ্ধারকাজে ভারতীয় বায়ুসেনা
Thursday, January 15 2026, 5:38 pm

Key Highlightsউত্তরাখণ্ডের বিশ্ব বিখ্যাত ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ এবং নন্দাদেবী জাতীয় উদ্যান সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল।
শীতের মরশুমে হিমালয়ের কোলে দাউদাউ করে জ্বলছে আগুন। বন দপ্তরের কর্তারা জানিয়েছেন, শীতে ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ এবং নন্দাদেবী জাতীয় উদ্যান সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চলে তুষারপাত ও বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। ফলে তীব্র শুষ্কতার কারণে জঙ্গলের মাটি ও গাছপালা শুকিয়ে গিয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। মহাকাশ থেকেও চোখে পড়ছে আগুনের লেলিহান শিখা। উত্তরাখণ্ডের জন্য ১৬০০র বেশি সতর্কবার্তা জারি করেছে ‘ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া’। আগুন নিয়ন্ত্রণে আনতে মাঠে নামাতে হয়েছে ভারতীয় বায়ুসেনার চপার।


