Uttarakhand | আলমোড়ার স্কুল থেকে উদ্ধার ১৬১টি বিস্ফোরক জিলেটিন স্টিক! ফের নাশকতার ছক?

Sunday, November 23 2025, 4:55 am
highlightKey Highlights

আলমোড়ায় এক সরকারি স্কুলের কাছ থেকে উদ্ধার হল ১৬১টি জিলেটিন স্টিক।


দিল্লি বিস্ফোরণের জেরে গোটা দেশে ধরপাকড়, তল্লাশি চলছে। এই পরিস্থিতিতে এবার উত্তরাখণ্ডের আলমোড়ায় এক সরকারি স্কুলের কাছ থেকে উদ্ধার হল ১৬১টি জিলেটিন স্টিক। বৃহস্পতিবার সন্ধ্যায় খেলার সময় স্কুলের বাচ্চারা ঝোপের পাশে সন্দেহজনক কিছু লক্ষ করে। বিষয়টি নজরে আসতেই পুলিশকে খবর দেন প্রিন্সিপাল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বোমা নিষ্ক্রিয়কারী দল ও ডগ স্কোয়াড। প্রায় ২০ কেজি ওজনের ১৬১টি জিলেটিন স্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়। ফের কি কোনও নাশকতার ছক কষা হচ্ছিল? উঠছে প্রশ্ন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File