Uttar Pradesh | অবসরপ্রাপ্ত বিজ্ঞানীকে ‘ডিজিটাল গ্রেফতার’ করে দেড় কোটি হাতানোর অভিযোগ! গ্রেফতার ২
Sunday, July 13 2025, 3:35 pm
 Key Highlights
Key Highlightsএকজন অবসরপ্রাপ্ত বিজ্ঞানী। তিনিও নাকি পড়ে গেলেন প্রতারকদের ফাঁদে। তিন দিন ধরে থাকলেন ‘ডিজিটাল গ্রেফতার’।
ডিজিটাল অ্যারেস্টের শিকার হলেন এক অবসরপ্রাপ্ত বিজ্ঞানী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। সূত্রের খবর, বিজ্ঞানীকে সিবিআই অফিসার বলে পরিচয় দেয় দুই অভিযুক্ত। অভিযোগ, হুমকি হুঁশিয়ারি দিয়ে ভয় দেখিয়ে, এমনকি তিন দিনের জন্য ডিজিটাল অ্যারেস্ট করে বিজ্ঞানীর থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। লখনউ থেকেই গ্রেফতার করা হয় দুই অভিযুক্ত প্রদীপ কুমার সিং ও মেহফুজকে। তাঁদের থেকে মোবাইল, প্যান, আধার কার্ড সহ ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার করেছেন STFর সদস্যরা।

 
 