Uttar Pradesh | নিয়ম করে পড়তে হবে হিন্দি-ইংরেজি খবরের কাগজ, নির্দেশিকা জারি উত্তরপ্রদেশ সরকারের

সংসদের অতিরিক্ত মুখ্য সচিব পার্থসারথি সেনশর্মা জানিয়েছেন, এই নির্দেশ সমস্ত সরকারি স্কুলগুলিকে মানতে হবে।
পড়ুয়াদের ইন্টারনেট আসক্তি কমাতে এবার নয়া উদ্যোগ উত্তরপ্রদেশ সরকারের। ২৩ ডিসেম্বর প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সংসদের অতিরিক্ত মুখ্য সচিব পার্থসারথি সেনশর্মা একটি নির্দেশ জারি করে জানিয়েছেন, হিন্দি এবং ইংরেজি, দুই ভাষার সংবাদপত্র নিয়মিত পড়তে হবে পড়ুয়াদের। নির্দেশিকায় বলা হয়েছে: ১) স্কুলের রুটিনে অন্তত দশ মিনিট বরাদ্দ থাকবে খবরের কাগজ পড়ার জন্য। ২) সকালে প্রার্থনা সঙ্গীত গাইবার সময়ে এই খবরের কাগজ পড়া যেতে পারে। কোন কোন অংশ পড়ার উপরে জোর দেওয়া হয়েছে? সম্পাদকীয় লেখা: দেশ, রাজ্য, বিদেশ এবং খেলার খবর।
- Related topics -
- দেশ
- উত্তরপ্রদেশ
- উত্তরপ্রদেশ সরকার
- সংবাদসংস্থা
- আজকের খবর
