WhatsApp । ইউজারদের জন্য চমকদার ফিচার আনলো মেটা! হোয়াটসঅ্যাপে করা যাবে ৫টি ভাষায় অনুবাদ!

Monday, June 17 2024, 7:00 am
WhatsApp । ইউজারদের জন্য চমকদার ফিচার আনলো মেটা! হোয়াটসঅ্যাপে করা যাবে ৫টি ভাষায় অনুবাদ!
highlightKey Highlights

হোয়াটসঅ্যাপে এবার করা যাবে ৫টি ভাষায় অনুবাদ। ভয়েস নোট এবার থেকে টেক্সটে অনুবাদ করতে পারবেন ইউজাররা।


হোয়াটসঅ্যাপে এবার করা যাবে ৫টি ভাষায় অনুবাদ। ভয়েস নোট এবার থেকে টেক্সটে অনুবাদ করতে পারবেন ইউজাররা। যে ভয়েস নোট পাঠানো হচ্ছে তা মাতৃভাষায় অনুবাদ হয়ে যাবে। যা পড়া যাবে টেক্সট হিসাবে। আর এই ভাষা পাওয়া যাবে ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ (ব্রাজিল), রাশিয়ান এবং হিন্দিতে। এটি তাঁদের জন্য বেশ কার্যকর হতে চলেছে, যাঁরা ভয়েস নোটের থেকে বেশি টেক্সট পড়তে পছন্দ করেন। এই ফিচার হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে রোল আউট করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File