টেকনোলজিগুগল ফোটোজ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! ১৫ জিবির বেশি গুগল ফটোজ ব্যবহার করলে এ বার দিতে হবে টাকা।
১৫ জিবির বেশি গুগল ফোটোজের জায়গা ব্যবহার করতে হলে দিতে হবে টাকা, ঘোষণা করেছে গুগল। স্বাভাবিক কারণে যাঁরা ক্লাউডে ছবি, ভিডিয়ো সঞ্চয় করে রেখে ফোন বা ল্যাপটপ খালি করে রাখতে চান, এবার তাঁদের দিতে হবে টাকা। ১ জুন ২০২১ সাল থেকে এই নিয়ম কার্যকর করার কথা বলেছে গুগল। অনেকেই হাই রেজিলিউশন ভিডিয়ো ও ছবি সেভ করে রাখার জন্য গুগল ফোটোজ ব্যবহার করেন। তাঁদের জন্য এতদিন গুগলের এই পরিষেবা বিনামূল্যেই ছিল। গুগল ড্রাইভ ও জি-মেলের একটি নির্দিষ্ট পরিষেবার পর টাকা দিতে হত। এ বার থেকে গুগল ফোটোজের ক্ষেত্রেও দিতে হবে। তবে ২০২১, ১ জুনের আগে এই বিষয়ে ছাড় থাকছে।