USA | ভরা সভায় রাজনীতিক ওমরকে লক্ষ্য করে রাসায়নিক স্প্রে! চাঞ্চল্য টাউন হলের বৈঠকে

Wednesday, January 28 2026, 7:08 am
USA | ভরা সভায় রাজনীতিক ওমরকে লক্ষ্য করে রাসায়নিক স্প্রে! চাঞ্চল্য টাউন হলের বৈঠকে
highlightKey Highlights

টাউন হলের মধ্যে বৈঠক চলাকালীন বক্তৃতার সময়ে আমেরিকার ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ইলহান ওমরকে লক্ষ্য করে রাসায়নিক স্প্রে করার অভিযোগ উঠল।


মঙ্গলবার মিনেসোটার মিনিয়াপলিসের টাউন হলে বক্তৃতা দিচ্ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ইলহান ওমর। অভিযোগ, তাঁর বক্তৃতার সময় কালো জ্যাকেট পরা এক ব্যক্তি হাতে একটি সিরিঞ্জ নিয়ে ইলহানের দিকে একটি রাসায়নিক স্প্রে করেন। দ্রুত তাঁকে ধরে ফেলে হলে উপস্থিত লোকজন। জানা গিয়েছে, এদিনের বক্তৃতায় আমেরিকার কাস্টমস্‌ এবং ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ভেঙে দেওয়ার দাবি জানান ইলহান। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি কৃষ্টি নোয়েমের পদত্যাগের দাবিও তোলেন তিনি। মিনিয়াপোলিসের পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File