Venezuela | আমেরিকার শত্রু এখন থেকে ভেনেজুয়েলারও শত্রু?- ডেলসিকে ৪ দেশের সঙ্গে সম্পর্ক রাখতে মানা ট্রাম্পের

Wednesday, January 7 2026, 6:59 am
Venezuela | আমেরিকার শত্রু এখন থেকে ভেনেজুয়েলারও শত্রু?- ডেলসিকে ৪ দেশের সঙ্গে সম্পর্ক রাখতে মানা ট্রাম্পের
highlightKey Highlights

ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, ৪ দেশের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না তারা।


বদলে গেলো বৈদেশিক সম্পর্ক। ভেনেজুয়েলার উদ্দেশ্যে নয়া ফরমান জারি করলো ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ভেনেজুয়েলার তেলে শুধুমাত্র আমেরিকার অধিকার থাকবে। অতীতে যে সমস্ত দেশের সঙ্গে ভেনেজুয়েলার মিত্রতা ছিল এবং তৈল বাণিজ্য চলত, সেই সব সম্পর্ক ছিন্ন করতে হবে। আমেরিকার বেছে দেওয়া তালিকায় রয়েছে ৪টি দেশ। চিন, রাশিয়া, ইরান ও কিউবা। এর জেরে চিন ও রাশিয়ার বিপুল বিনিয়োগ থেকে বঞ্চিত হবে ভেনেজুয়েলা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File