US Tariff | ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কের হুমকি? নয়া বিলে সই ট্রাম্পের!
Thursday, January 8 2026, 6:02 am

Key Highlightsরুশ তেলের পাশাপাশি রাশিয়ার ইউরেনিয়াম কেনা দেশগুলোর উপরও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রয়েছে এই বিলে।
ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক সংক্রান্ত আলোচনা আপাতত থমকে রয়েছে। এরই মধ্যে একটি নিষেধাজ্ঞা বিলে অনুমোদন দিলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম এক্স এ এক পোস্টে জানিয়েছেন, রুশ তেলের পাশাপাশি রাশিয়ার ইউরেনিয়াম কেনা দেশগুলোর উপরও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রয়েছে এই বিলে। আগামী সপ্তাহেই বিলটি ভোটাভুটির জন্য তোলা হতে পারে। এই বিল আইনে পরিণত হলে, রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর উপর আমদানি শুল্ক সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারবে ওয়াশিংটন।


