New Color OLO | নতুন রঙের আবিষ্কার করলেন মার্কিন বিজ্ঞানীরা! পৃথিবীজুড়ে মাত্র পাঁচজনই দেখতে পেলেন 'ওলো' রং!

নীল ও সবুজের মাঝামাঝি একটি রং, 'ওলো' (Olo)। এই রং কিছুটা ময়ূরের গলার নীলাভ সবুজ রঙের মতো দেখতে।
নতুন রঙের আবিষ্কার করলেন মার্কিন বিজ্ঞানীরা! অত্যাধুনিক লেজার প্রযুক্তি ও আই ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে শুধুমাত্র মিডিয়াম কোন সেল অর্থাৎ মাঝারি তরঙ্গ দৈর্ঘ্যের ‘কোন সেল’কে সক্রিয় করতে সক্ষম হন বিজ্ঞনীরা। এর জেরেই জন্ম নিয়েছে নীল ও সবুজের মাঝামাঝি একটি রং, 'ওলো' (Olo)। এই রং কিছুটা ময়ূরের গলার নীলাভ সবুজ রঙের মতো দেখতে। তবে খালি চোখে এই রং দেখা যাবে না। এমনকি পৃথিবীজুড়ে মাত্র পাঁচজন এই রং দর্শনের সৌভাগ্য লাভ করেছেন। তাঁদের রেটিনার উপর লেজার প্রয়োগ করা হয়েছিল। তারপরই দৃশ্যমান হয় নতুন রং।
- Related topics -
- অন্যান্য
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- বিজ্ঞানী