Board of Peace | ‘বোর্ড অফ পিস’-র সূচনা করলেন ট্রাম্পের, দেখা গেলো না ভারতকে!

Friday, January 23 2026, 9:13 am
Board of Peace | ‘বোর্ড অফ পিস’-র সূচনা করলেন ট্রাম্পের, দেখা গেলো না ভারতকে!
highlightKey Highlights

শুক্রবার সুইজ়ারল্যান্ডের ডাভোস থেকে ‘বোর্ড অফ পিস’ এর সূচনা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


শুক্রবার সুইজ়ারল্যান্ডের ডাভোস থেকে ‘বোর্ড অফ পিস’ এর সূচনা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে ছিলেন ১৯টি দেশের রাষ্ট্রপ্রধান। তবে ভারতের কোনও প্রতিনিধিই বোর্ড অফ পিসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেননি। দেখা যায়নি ফ্রান্স, ব্রিটেনকেও। উল্লেখ্য, প্রাথমিক ভাবে গাজ়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য বোর্ড অফ পিস তৈরি হলেও ট্রাম্পের লক্ষ্য আরও বড় বলে মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ। আমেরিকার প্রেসিডেন্টও বুঝিয়ে দিয়েছেন, গাজ়া দিয়ে কাজ শুরু করলেও গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠাই তাঁর লক্ষ্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File