Montana Airport | অবতরণের সময় বিমানে-বিমানে সংঘর্ষ! ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকায়!

Tuesday, August 12 2025, 7:13 am
highlightKey Highlights

সোমবার আমেরিকার মন্টানা বিমানবন্দরে অবতরণের সময় এক বিমানের সঙ্গে সংঘর্ষ হয় অন্য বিমানের।


ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকায়। সোমবার আমেরিকার মন্টানা বিমানবন্দরে অবতরণের সময় এক বিমানের সঙ্গে সংঘর্ষ হয় অন্য বিমানের। সংঘর্ষের পর মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। জানা গিয়েছে, চারজন যাত্রী নিয়ে একটি সিঙ্গল ইঞ্জিন বিমান কালিসপেল সিটি বিমানবন্দরে নামার চেষ্টা করছিল। কিন্তু নামার সময় পাইলটের নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি রানওয়েতে ভেঙে পড়ে। তারপর একাধিক পার্ক করা বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। যদিও হতাহতের কোনও খবর নেই। সকলেই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File