US | ওষুধের দাম কমানোর ঘোষণার সময় হুড়মুড়িয়ে মাটিতে পড়লেন ফার্মেসি মালিক, উদ্বিগ্ন ট্রাম্প

ট্রাম্পের সামনেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন ওষুধ প্রস্তুতকারক সংস্থার কর্তা গর্ডন ফিন্ডলে। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু হয়।
বৃহস্পতিবার ওষুধের বাড়তে থাকা দাম নিয়ে ক্ষুদ্ধ ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিক সম্মেলন করছিলেন। ওষুধ প্রস্তুতকারক সংস্থা ইলি লিলি ও নোভো নরডিস্ক-এর সঙ্গে চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। ঘোষণা করা হচ্ছিলো, Wegovy, Zepbound এর মতো ওজন কমানোর ওষুধের দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে রাখতে হবে। এই ঘোষণার মাঝেই হঠাৎ ট্রাম্পের সামনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন নোভো নরডিস্ক এর কর্তা গর্ডন ফিন্ডলে। উদ্বিগ্ন ট্রাম্পের নির্দেশে দ্রুত ছুটে আসেন সিক্রেট সার্ভিস আর মেডিক্যাল টিমের সদস্যরা। গর্ডনের চিকিৎসা শুরু হয়।
