Uruguay vs Brazil | উরুগুয়ের কাছে হেরে কোপা থেকে বিদায় নিলো ব্রাজিল!সেমিফাইনালে প্রবেশ করল উরুগুয়ে!
Sunday, July 7 2024, 4:49 am

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে সেলেকাওদের উড়িয়ে সেমিফাইনালে প্রবেশ করল উরুগুয়ে।
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে সেলেকাওদের উড়িয়ে সেমিফাইনালে প্রবেশ করল উরুগুয়ে। সেমিতে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ম্যাচের শুরু থেকে উরুগুয়ের রোনাস্ডো আরাউহো, ম্যানুয়েল উগারতে, নিকোলাস ডে লা ক্রুজরা শুরু থেকে নিজেদের প্রমাণ করতে থাকেন। শুরুতেই গা জোয়ারি ফুটবল দেখা যায়। একদিকে উরুগুয়ে যেখানে তাঁদের হারানো গৌরব ফেরাতে মরিয়া সেই সময় ব্রাজিল উল্টো মেরুতে। বাকি ম্যাচগুলোর মতো এই ম্যাচও থাকে গোলশূন্য। অর্থাৎ, নির্ধারিত ৯০ মিনিটে কোনও দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচ যায় টাইব্রেকারে। আর সেখানে ৪-২ গোলে হেরে গিয়ে বিদায় নিল ব্রাজিল।
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।