হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি, শর্ত না মানলে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট!

Wednesday, January 6 2021, 10:56 am
highlightKey Highlights

বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ। তবে নতুন বছরের শুরুতেই তাদের আনা নতুন প্রাইভেসি পলিসি নিয়ে হঠাৎই গুঞ্জন। হোয়াটসঅ্যাপ চেনা ছন্দে সক্রিয় রাখতে গেলে এবার থেকে বিনা শর্তে যে প্রাইভেসি পলিসি মেনে নিতে হবে ইউজারদের। সংস্থার পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো না হলেও, জানা গিয়েছে এবার থেকে প্রাইভেসি পলিসি অ্যাক্সেপ্ট না করলে নিস্ক্রিয় হয়ে যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এখনও পর্যন্ত যে কোনও আপডেট হোক বা প্রাইভেসি পলিসি স্বীকার করে নেওয়া, সবেতেই ‘নট নাউ’-র অপশন পাওয়া যায়। অর্থাৎ কেউ পরে সেই পলিসি স্বীকার করতে পারেন, সেক্ষেত্রে তার আগে পর্যন্ত পুরোনো ধাঁচেই চলত হোয়াটসঅ্যাপ। কিন্তু এবার তা বদলাচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File