SSC | ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল, রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করলো সুপ্রিম কোর্ট!
Tuesday, August 19 2025, 2:02 pm

শীর্ষ আদালতের ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার।
নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে চলতি বছর এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসির গোটা নিয়োগ প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। যার ফলে চাকরি বাতিল হয় প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর। শীর্ষ আদালতের সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। তবে মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য, এই রায় পুনর্বিবেচনার প্রয়োজন নেই। ফলে বিশেষজ্ঞদের দাবি, প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরিতে ফের বহাল হওয়ার রাস্তা প্রায় বন্ধ।