Bharat Bandh | বন্‌ধ ঘিরে অশান্তি রাজ্যজুড়ে, সাতসকালে রেল অবরোধ, ভোগান্তিতে নিত্যযাত্রীরা!

Wednesday, July 9 2025, 4:43 am
highlightKey Highlights

শিয়ালদহ মেন লাইনে বেলঘরিয়া, বারাকপুর-সহ একাধিক জায়গায় রেল অবরোধ করা হয়। সাতসকালেই রেল অবরোধে নাকাল হন নিত্যযাত্রীরা।


দেশজুড়ে এদিন বন্‌ধের ডাক দিয়েছে ১০ শ্রমিক সংগঠন। বন্‌ধের সমর্থনে রাজ্যজুড়ে রাস্তায় নেমেছেন বাম কর্মী সমর্থকরা। ধর্মঘট ঘিরে এদিন সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি দেখা গিয়েছে। এদিন সাতসকালে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া, বারাকপুর, শ্যামনগর স্টেশনে ট্রেন অবরোধ করেন বন্‌ধ সমর্থনকারীরা। দাঁড়িয়ে পরে একাধিক ট্রেন। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধের চেষ্টা করতেই রেলপুলিশ বন্‌ধ সমর্থনকারীদের হটিয়ে দেয়। হাওড়ার ডোমজুড়, হলদিয়াতে বিক্ষোভকারীদের সামলাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File