JU Case | যাদবপুরে বাড়ছে অশান্তি, জেড (Z) ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু!
Thursday, March 6 2025, 4:43 am

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির জের। বুধবার থেকে জেড (Z) ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন ব্রাত্য বসু।
গত ১ মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভায় ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে দিয়েছিলো। বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা পড়ে গুরুতর আহত হয় এক ছাত্র। আরো নানা বিষয় ঘিরে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। এই ধারাবাহিক উত্তেজনা সামলাতে ব্যর্থ পুলিশবাহিনী। এবার শিক্ষামন্ত্রীর নিরাপত্তা আরো কড়া করলো পুলিশ। এর আগে ব্রাত্য বসু ওয়াই (Y) ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। বুধবার থেকে জেড (Z) ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন মন্ত্রী।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- নিরাপত্তা
- পুলিশি নিরাপত্তা
- নিরাপত্তাবাহিনী
- জেড ক্যাটাগরি নিরাপত্তা
- নিরাপত্তারক্ষী
- শিক্ষামন্ত্রী
- ব্রাত্য বসু
- যাদবপুর ইউনিভার্সিটি
- যাদবপুর