Unnao Rape Case | উন্নাও ধর্ষণ কাণ্ডে জামিন অভিযুক্তের! দিল্লি গেটে ধর্নায় নির্যাতিতা
Wednesday, December 24 2025, 7:30 am
Key Highlightsজামিন পেলেও উন্নাওয়ের নির্যাতিতার বাড়ির পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না কুলদীপ।
২০১৭ সালে উত্তরপ্রদেশের উন্নাও জেলায় নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ ওঠে বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে। মঙ্গলবার বেশ কিছু শর্তে কুলদীপ সিং সেঙ্গারকে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। রায়ের প্রতিবাদে মঙ্গলবার রাত থেকেই ধর্নায় বসেন নির্যাতিতা, তাঁর মা এবং সমাজকর্মী যোগিতা ভায়ানা। নির্যাতিতার অভিযোগ, "নির্বাচন আসছে, আর তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে যাতে তার স্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।" উল্লেখ্য, ধর্ষণ ছাড়াও কুলদীপ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত।
- Related topics -
- দেশ
- উত্তরপ্রদেশ
- ধর্ষণ
- জামিন

