দেশ

Unnao Case | কুলদীপের জামিনকে চ্যালেঞ্জ CBI-এর! উন্নাও মামলা উঠছে সুপ্রিম কোর্টে

Unnao Case | কুলদীপের জামিনকে চ্যালেঞ্জ CBI-এর! উন্নাও মামলা উঠছে সুপ্রিম কোর্টে
Key Highlights

সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতি অবকাশকালীন বেঞ্চে সিবিআইয়ের করা মামলার শুনানি হবে।

২০১৭ সালে উত্তরপ্রদেশের উন্নাও জেলায় নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ ওঠে বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে। গত মঙ্গলবার দিল্লি হাইকোর্টে জামিন পেয়েছে কুলদীপ। এ নিয়ে প্রতিবাদে উত্তাল গোটা দেশ। সম্প্রতি কুলদীপের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল সিবিআই। আগামিকাল, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতি অবকাশকালীন বেঞ্চে সিবিআইয়ের করা মামলার শুনানি হবে। সকাল ১১টার সময় এই মামলার শুনানির সময় নির্ধারণ করা হয়েছে।