Kolkata Football League । এ যেন এলেন, দেখলেন, জয় করলেন, রেকর্ড গড়লেন! প্রথম ম্যাচেই বাজিমাত ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের

Thursday, November 21 2024, 5:02 pm
Kolkata Football League । এ যেন এলেন, দেখলেন, জয় করলেন, রেকর্ড গড়লেন! প্রথম ম্যাচেই বাজিমাত ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের
highlightKey Highlights

বৃহস্পতিবার ব্যারাকপুর স্টেডিয়ামে শ্রীভূমি ফুটবল ক্লাবকে ২:১ গোলে হারিয়ে কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিশনে পৌঁছল বাংলা ফুটবলের নয়া নক্ষত্র ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব।


বৃহস্পতিবার ব্যারাকপুর স্টেডিয়ামে শ্রীভূমি ফুটবল ক্লাবকে ২:১ গোলে হারিয়ে কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিশনে পৌঁছল বাংলা ফুটবলের নয়া নক্ষত্র ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। ফুটবল দুনিয়ায় পথ চলা শুরু করে প্রথম ম্যাচেই দুর্ধর্ষ জয় পেলো ইউকেএসসির। এই নজির অন্য কোনও দলের নেই। এদিন ইউকেএসসির হয়ে গোলদুটি করেন শ্রীমন্ত কিস্কু এবং দীপক ছেত্রী। তবে এক ইঞ্চি জমিও বিনাযুদ্ধে ছাড়েনি শ্রীভূমি। শীতের শুরুতে এমন জমজমাট গ্যালারি কলকাতাবাসী বহুকাল দেখেনি, মত ফুটবলপ্রেমীদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File