India Pakistan War | যুদ্ধের আবহে রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে ‘ফ্রি হ্যান্ড’ ক্ষমতা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক!
Friday, May 9 2025, 1:22 pm
Key Highlightsরাজ্যের মুখ্যসচিব ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের বিশেষ ক্ষমতা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
বাড়ছে ভারত পাকিস্তানের মধ্যে উত্তাপ, যেন পুরো দস্তুর যুদ্ধ শুরু হবে কিছুক্ষণেই। এই আবহে রাজ্যের মুখ্যসচিব ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের বিশেষ ক্ষমতা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার চিঠি দিয়ে অমিত শাহের মন্ত্রক জানিয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রয়োজনে তাঁরা জরুরি ক্ষমতা ব্যবহার করতে পারবে। ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা বিধির ১১ নম্বর ধারা অনুযায়ী প্রদত্ত জরুরি অবস্থার ক্ষমতা বলবৎ করতে পারেন রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকরা। কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকার প্রয়োজন নেই।
- Related topics -
- দেশ
- ভারত
- স্বরাষ্ট্রমন্ত্রী
- স্বরাষ্ট্রমন্ত্রক
- যুদ্ধ
- অপারেশন সিঁদুর

