One Nation One Election | 'এক দেশ এক নির্বাচনে' সিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার! শীঘ্রই আসছে বিল

'এক দেশ এক নির্বাচনে' সিলমোহর দিলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। শীঘ্রই আসছে বিল।
'এক দেশ এক নির্বাচনে' সিলমোহর দিলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। শীঘ্রই আসছে বিল। সূত্রের খবর, শীতকালীন অধিবেশনেই এই বিল আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে 'এক দেশ এক নির্বাচনে'র সব দিকগুলি ভাবনাচিন্তা করে বিলে রাখা হচ্ছে। জানা গিয়েছে। এই বিল জেপিসিতে যেতে পারে। সেখান আলোচনা হতে পারে এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত বিল নিয়ে। তবে 'এক দেশ এক নির্বাচন' এই পরিকল্পনা বাস্তবায়িত করতে সংবিধানে সংশোধন আনতে হবে। সরকারের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাও দরকার।