অর্থনৈতিক

আয়কর দিতে হবে না ৭৫ বছরের বেশি বয়স্কদের, অপরিবর্তিত করা হলো কর কাঠামো

আয়কর দিতে হবে না ৭৫ বছরের বেশি বয়স্কদের, অপরিবর্তিত করা হলো কর কাঠামো
Key Highlights

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ‘সংস্কারী বাজেটে’ অপরিবর্তিতই রইল কর পরিকাঠামো। তবে এরই মধ্যে সামান্য স্বস্তি পেলেন ৭৫ বছরের বেশি বয়সি নাগরিকরা। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, পঁচাত্তোরোর্ধ্ব পেনশনভোগীদের আর আয়কর রিটার্ন জমা দিতে হবে না। এ বারের বাজেটে নজর ছিল আয়কর ছাড়ের দিকে। অর্থনীতিবিদদের একটা বড় অংশের মত ছিল, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হলে আয়করে ছাড় দিতে হবে। তবে সে ক্ষেত্রে যে রাজকোষে টান পড়ার প্রবল আশঙ্কা থাকত, তা-ও স্বীকার করেছিলেন বিশেষজ্ঞরা। সোমবারের বাজেটে দেখা গেল রাজকোষে আর চাপ না বাড়ানোর সিদ্ধান্তই নিলেন অর্থমন্ত্রী। ছাড় পেলেন শুধু ৭৫ বছরের বেশি বয়সিরা।