UCC Uttarakhand | প্রজাতন্ত্র দিবস পার হলেই উত্তরাখণ্ডে লাগু হচ্ছে অভিন্ন দেওয়ান বিধি, জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

Saturday, January 25 2025, 4:09 pm
UCC Uttarakhand | প্রজাতন্ত্র দিবস পার হলেই উত্তরাখণ্ডে লাগু হচ্ছে অভিন্ন দেওয়ান বিধি, জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী
highlightKey Highlights

প্রজাতন্ত্র দিবস পার হলেই ২৭ জানুয়ারি , ২০২৫ থেকে উত্তরাখণ্ডে লাগু হচ্ছে অভিন্ন দেওয়ান বিধি। বিজেপি শাসিত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সচিব শৈলেন্দ্র বাগোলি একথা জানিয়েছেন।


উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সচিব শৈলেন্দ্র বাগোলি এদিন জানালেন, ২৭ জানুয়ারি উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ান বিধি চালু হবে। ঐদিন দুপুর ১২.৩০ মিনিট থেকে সচিবালয়ে দেওয়ান বিধির পোর্টাল চালু হবে। স্বাধীন ভারতে উত্তরাখণ্ডই প্রথম রাজ্য যেখানে সর্বপ্রথম অভিন্ন দেওয়ান বিধি লাগু হতে চলেছে। উল্লেখ্য, অভিন্ন দেওয়ান বিধি হচ্ছে একটি সাধারণ আইন যার মধ্যে বিয়ে, মহিলাদের সংরক্ষণ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ক্ষেত্রে, যেকোনো ধর্মীয় বিশ্বাস ও উপজাতির জন্য কিছু আবশ্যিক নিয়মের বার্তা দেওয়া থাকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File