Unemployment Rate | গত মাসের তুলনায় বেড়েছে বেকারত্বের হার! ১৫-২৯ বয়সীদের মধ্যে বেশি বেড়েছে বেকরাত্ব!

Wednesday, July 16 2025, 6:30 am
Unemployment Rate | গত মাসের তুলনায় বেড়েছে বেকারত্বের হার! ১৫-২৯ বয়সীদের মধ্যে বেশি বেড়েছে বেকরাত্ব!
highlightKey Highlights

গত জুন মাসে দেশে যুবসমাজের মধ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫.৩ শতাংশে!


গত জুন মাসে দেশে যুবসমাজের মধ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫.৩ শতাংশে! কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ণ মন্ত্রকের দেশে বেকারত্ব সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী, দেশের সামগ্রিক বেকারত্বের হার ৫.৩ শতাংশ। যা গত এপ্রিল মাসের তুলনায় কিছুটা বেড়েছে। তথ্য বলছে, ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার একমাসে বেড়ে দাঁড়িয়েছে ১৭.৪ শতাংশে। শুধু তাই নয় রিপোর্ট বলছে, জুনে শহরাঞ্চলে বেকারত্বের হার আগের তুলনায় অনেকটাই বেড়েছে। মে মাসে সংখ্যাটা যেখানে ছিল ১৭.৯ শতাংশ, সেটাই জুনে হয়েছে ১৮.৮ শতাংশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File