SSC | প্রকাশ হয়নি ‘যোগ্য-অযোগ্য’দের তালিকা, সারা রাত SSC ভবন ঘেরাও কর্মসূচির ডাক চাকরিহারাদের!

Monday, April 21 2025, 4:16 pm
highlightKey Highlights

সোমবারও SSC প্রকাশ করতে পারল না ‘যোগ্য অযোগ্য’ চাকরিহারা শিক্ষকদের তালিকা। এর জেরে সারা রাত SSC ভবন ঘেরাও করার সিদ্ধান্ত নিলেন চাকরিহারারা।


সোমবারও SSC প্রকাশ করতে পারল না ‘যোগ্য অযোগ্য’ চাকরিহারা শিক্ষকদের তালিকা। এর জেরে সারা রাত SSC ভবন ঘেরাও করার সিদ্ধান্ত নিলেন চাকরিহারারা। চাকরিহারা প্রতিনিধিদের তরফে জানানো হয়, SSCর সঙ্গে বৈঠকে এ দিন জানানো হয়েছে, মোট তিনটি কাউন্সেলিংয়ের ভিত্তিতেই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশিত হবে। এতেই আপত্তি চাকরিহারাদের। তাদের দাবি, সোমবার সারা রাত SSCর ভবন ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত SSCর চেয়ারম্যানকে ঘেরাও করে রাখা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File