Nabanna Abhijan | 'অমানবিক মুখ্যমন্ত্রী'! ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক চাকরিহারাদের!

Saturday, April 5 2025, 11:25 am
highlightKey Highlights

সাংবাদিক সম্মেলন করে চাকরিহারাদের তরফে ঘোষণা করা হয়, চাকরি প্রার্থীদের ১২ থেকে ১৩ টি মঞ্চ সম্মিলিত ভাবে ২১ এপ্রিল নবান্ন অভিযান করবে।


২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিলেন চাকরিহারারা! সাংবাদিক সম্মেলন করে চাকরিহারাদের তরফে ঘোষণা করা হয়, চাকরি প্রার্থীদের ১২ থেকে ১৩ টি মঞ্চ সম্মিলিত ভাবে ২১ এপ্রিল নবান্ন অভিযান করবে। চাকরিহারাদের সাফ কথা, “এর আগেও আমরা একাধিকবার সম্মিলিতভাবে কর্মসূচি নিয়েছি। কিন্তু প্রশাসনের কোনও সদর্থক ভূমিকা দেখতে পাইনি। আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রী মানবিক। কিন্তু উনি অমানবিক মুখ্যমন্ত্রী। সরকারের সদিচ্ছার অভাবে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষকা ও শিক্ষা কর্মীরা। আমারও এই বঞ্চনার শিকার।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File