Kolkata Metro | শেষ হল বউবাজারে মাটির নিচে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ! মেট্রোর লাইন পাতার কাজও শেষ

Tuesday, December 17 2024, 11:03 am
highlightKey Highlights

অবশেষে সব জটিলতা কাটিয়ে শেষ হল বউবাজারে মাটির নীচে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সব কাজ!


অবশেষে সব জটিলতা কাটিয়ে শেষ হল বউবাজারে মাটির নীচে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সব কাজ! বউবাজার অংশের সুড়ঙ্গকে আরও শক্তিশালী করতে ৬০ মিটার অংশে স্টিল রিং কভার দেওয়া হয়েছে। লাইন পাতার কাজও শেষ। দূর্গা পিতুরী লেন আর স্যাকরা পাড়া লেনের এই অংশ দিয়ে একের পর এক মেশিন বার করে নিয়ে আসা হচ্ছে। যে বিশালাকার শ্যাফট বানানো হয়েছিল তা বোজানোর কাজ চলছে। পাশেই চলছে এমারজেন্সি এক্সিটের কাজ। যেখানে মেট্রোর কাজ করতে গিয়ে একের পর এক বাড়ি ভেঙে পড়েছিল। জানা গিয়েছে, আগামী দিনে এখানেই বাড়ি তৈরি করবে KMRCL।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File