Dark Oxygen | গভীর সমুদ্রে, সম্পূর্ণ অন্ধকারে সালোকসংশ্লেষ ছাড়াই তৈরী হয় অক্সিজেন! গভীর সামুদ্রিক জীবনকে বাঁচিয়ে রেখেছে এই বিশেষ কালো পাথর
গভীর সমুদ্রের নীচেও, সম্পূর্ণ অন্ধকারে ধাতব খনিজের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হচ্ছে রহস্যময় ‘ডার্ক অক্সিজেন’।
শুধুমাত্র উদ্ভিদ এবং শৈবাল-সহ সালোকসংশ্লেষী প্রাণীরাই পৃথিবীতে অক্সিজেন তৈরি করতে পারে, একথা এতদিন ছিল সত্যি। তবে সম্প্রতি গবেষণায় জানা গিয়েছে, গভীর সমুদ্রের নীচেও, সম্পূর্ণ অন্ধকারে ধাতব খনিজের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হচ্ছে রহস্যময় ‘ডার্ক অক্সিজেন’। নেচার জিওসায়েন্স জার্নাল বলছে, সালোকসংশ্লেষ ছাড়াও অন্য উপায়েও অক্সিজেন তৈরি হয় এই পৃথিবীতে। আর সেই অক্সিজেন টিকিয়ে রেখেছে গভীর সামুদ্রিক জীবনকে, যারা সম্পূর্ণ অন্ধকারে বেঁচে থাকে। সমুদ্রের তলদেশে এক প্রকার কালো এবং বৃত্তাকার পাথর রয়েছে। যা থেকে অক্সিজেন উৎপন্ন হয়।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- গবেষণা
- অক্সিজেন