Fake Medicine | অনুমোদনহীন ভাবে ওষুধ উৎপাদন ও বিক্রি! ৩৫টি ড্রাগের তালিকা দিয়ে রাজ্যকে সতর্ক করলো CDSCO!

৩৫টি ড্রাগের তালিকা দিয়ে সতর্কবার্তা জারি করলো সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ বা CDSCO।
রাজ্যে ওষুধ নিয়ে বাড়লো উদ্বেগ। অনুমোদনহীন ভাবে ওষুধ উৎপাদন, খুচরো বাজারে বিক্রির লাইসেন্স পাচ্ছে কী ভাবে, এই প্রশ্ন তুলে ৩৫টি ড্রাগের তালিকা দিয়ে সতর্কবার্তা জারি করলো সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ বা CDSCO। জানা যাচ্ছে, ‘ফিক্সড ড্রাগ কম্বিনেশন’এর ক্ষেত্রে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। এর অর্থ, অনুমোদন থাকা ওষুধের মধ্যে অন্য একটি উপাদান (মলিকিউল) মিশিয়ে নতুন ড্রাগ তৈরি করা। তারপর সেগুলি ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই উৎপাদনের পর বাজারজাত করা হচ্ছে বলে অভিযোগ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ওষুধ
- স্বাস্থ্য