Kanyashree Cup । গুনে গুনে ২৭গোল ! কন্যাশ্রী কাপে রেকর্ড ইউকেএসসির মেয়েদের
Friday, December 20 2024, 3:30 am
Key Highlights
বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে কন্যাশ্রী কাপ বি ডিভিশনের ম্যাচে বেহালা ঐক্য সম্মেলনীকে ২৭:০ গোলে উড়িয়ে দিল ইউকেএসসি।
কলকাতা লিগের পর এবার কন্যাশ্রী কাপেও জয়জয়কার ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে কন্যাশ্রী কাপ বি ডিভিশনের ম্যাচে ২৭:০ গোলে বেহালা ঐক্য সম্মেলনীকে উড়িয়ে দিল ইউকেএসসির মেয়েরা। এদিনকার ম্যাচে ইউকেএসসির মোট ৬ জন গোলদাতার মধ্যে হ্যাটট্রিক করলেন ৪ জন। এরা হলেন সারদা মাণ্ডি, পূজা কর্মকার, সোনালী মণ্ডল এবং শিউলি খাতুন। ছেলেদের ফুটবলের মতো অভিষেক বছরে আশা জোগাচ্ছে ইউকেএসসির মেয়েরা। কন্যাশ্রী বি ডিভিশন জেতাই পাখির চোখ এবার ইউকেএসসির মেয়েদের।
- Related topics -
- খেলাধুলা
- রাজ্য
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল লেজেন্ড
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- খেলোয়াড়
- মহিলা
- কন্যাশ্রী কাপ
- ইউকেএসসি
- মহিলা ফুটবলার