আন্তর্জাতিক

Russia Ukraine | ভারতের ধাঁচেই রাশিয়ায় আক্রমন শানাল ইউক্রেন! ধ্বংস ৪০টিরও বেশি রুশ যুদ্ধবিমান

Russia Ukraine | ভারতের ধাঁচেই রাশিয়ায় আক্রমন শানাল ইউক্রেন! ধ্বংস ৪০টিরও বেশি রুশ যুদ্ধবিমান
Key Highlights

একসঙ্গে রাশিয়ার চারটি বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সিকিয়োরিটি সার্ভিস। ৪০টিরও বেশি রুশ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এই হামলায়।

সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, রাশিয়ার চারটি বায়ুসেনা ঘাঁটি এবং দু’টি এয়ারফিল্ড লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সিকিয়োরিটি সার্ভিস এসবিইউ। হামলায় ধ্বংস হয়েছে ৪০টিরও বেশি রুশ যুদ্ধবিমান। এই তালিকায় আছে রাশিয়ার বোমারু বিমান Tu 95, Tu22M3, A 50 বিমান। আগুন লেগেছে একাধিক সেনাঘাঁটিতেও। ‘পাভুতিনা’ নামে একটি বিশেষ অপারেশনের মাধ্যমে এই হামলা চালিয়েছে ইউক্রেন। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সেনা এবং আমজনতাকে সরানো হচ্ছে। তবে রুশ প্রশাসনের তরফে সরকারিভাবে এই হামলা নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।