Vladimir Putin | ন্যাটোর সদস্য হতে পারবে না ইউক্রেন! যুদ্ধ থামাতে একের পর এক শর্ত দিলো পুতিন!

অন্যতম শর্ত হল ইউক্রেন কোনওদিন ন্যাটোর সদস্য হতে পারবে না। এছাড়াও পুতিনের শর্ত, যেকোনও শান্তি আলোচনায় ইউক্রেনকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে।
তিন বছর ধরে হওয়ার আসা রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে মরিয়া আমেরিকা। ইতিমধ্যেই ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সংঘাত থামাতে রাজি। কিন্তু এক্ষেত্রে শর্ত দিয়েছেন তিনি। যার মধ্যে তাঁর অন্যতম শর্ত হল ইউক্রেন কোনওদিন ন্যাটোর সদস্য হতে পারবে না। এছাড়াও পুতিনের শর্ত, যেকোনও শান্তি আলোচনায় ইউক্রেনকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে। ইউক্রেনের যে জমি রাশিয়ার দখল রয়েছে, সেগুলোর উপর রাশিয়ার অধিকারই কায়েম থাকবে। ইউক্রেনে অন্য দেশের সেনা প্রবেশ করবে না।