Ukraine-Russia War । ''ইউক্রেন সেনাপ্রধান আত্মসমর্পণ করতে প্রস্তুত'? ইউক্রেনের শীর্ষ কমান্ডারের বিরুদ্ধে উঠলো 'ষড়যন্ত্রে'র অভিযোগ!
Tuesday, July 16 2024, 11:46 am

'ইউক্রেন সেনাপ্রধান আত্মসমর্পণ করতে প্রস্তুত', সম্প্রতি ছড়িয়ে পড়লো এমনই জল্পনা।
'ইউক্রেন সেনাপ্রধান আত্মসমর্পণ করতে প্রস্তুত', সম্প্রতি ছড়িয়ে পড়লো এমনই জল্পনা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পার্টির সাংসদ মারিয়ানা বেজুগলায়া, ইউক্রেনের শীর্ষ কমান্ডার আলেকজান্ডার সিরস্কির বিরুদ্ধে রাশিয়ার কাছে আত্মসমর্পণের ষড়যন্ত্রের পরিকল্পনার অভিযোগ করেছেন। জানা গিয়েছে, শীর্ষ কমান্ডার সিরস্কি ফেব্রুয়ারিতে ইউক্রেনের সর্বোচ্চ পদমর্যাদার জেনারেল হিসাবে নিযুক্ত হন। এরপর ভ্যালেরি জালুঝনিকে প্রতিস্থাপন করেন, যার নেতৃত্বে রাশিয়ান বাহিনীকে প্রতিহত করার ব্যর্থ প্রচেষ্টা অন্তর্ভুক্ত ছিল।
- Related topics -
- আন্তর্জাতিক
- যুদ্ধ
- ইউক্রেন
- রাশিয়া