UK | আমেরিকার পথে হাঁটল ব্রিটেনও! অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে পাঠাচ্ছে লেবার সরকার! গ্রেফতার বহু!
Tuesday, February 11 2025, 7:09 am
Key Highlightsকিয়ের স্টার্মারের লেবার সরকার ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের দেশছাড়া করতে উঠেপড়ে লেগেছে।
দিন কয়েক আগেই শতাধিক অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা। এবার ট্রাম্পের পথে হাঁটল ব্রিটেনও! কিয়ের স্টার্মারের লেবার সরকার ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের দেশছাড়া করতে উঠেপড়ে লেগেছে। ইতিমধ্যে লেবার পার্টির সরকারের দেশজুড়ে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার ও ভারতে ফেরত পাঠানো হয়েছে প্রায় ১৯ হাজার অবৈধ অভিবাসীকে। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে বেছে বেছে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ভারতীয় রেস্তোরাঁ ও গাড়ি পরিষ্কারের দোকানগুলিতে। এরপর গ্রেফতার ও আটক করা হচ্ছে অবৈধ অভিবাসীদের।
- Related topics -
- আন্তর্জাতিক
- ব্রিটেন
- আমেরিকা
- ভারতীয়
- গ্রেফতার

