দেশ

NET-UGC 2024 । ইউজিসি-নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসই হয়নি! জাল স্ক্রিনশটের জেরেই বাতিল করা হয় পরীক্ষা!

NET-UGC 2024 । ইউজিসি-নেট পরীক্ষার  প্রশ্নপত্র ফাঁসই হয়নি! জাল স্ক্রিনশটের জেরেই বাতিল করা হয় পরীক্ষা!
Key Highlights

জাল স্ক্রিনশটের জেরেই বাতিল করা হয়েছে ইউজিসি-নেট পরীক্ষা ২০২৪। সিবিআই-এর তদন্তেই জানা গিয়েছে, আদতে ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসই হয়নি।

জাল স্ক্রিনশটের জেরেই বাতিল করা হয়েছে ইউজিসি-নেট পরীক্ষা ২০২৪। সিবিআই-এর তদন্তেই জানা গিয়েছে, আদতে ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসই হয়নি। এঅবস্থায় ইউজিসি-নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে কিনা, সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। ইতিমধ্যেই ২১ অগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে কোনও একদিন এই পরীক্ষা ফের নেওয়া হবে বলে জানিয়েছে এনটিএ। এখনও পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেফতার করেনি সিবিআই। তবে, যে যুবক টেলিগ্রামে ওই প্রশ্নপত্রের জাল স্ক্রিনশটটি ছড়িয়েছিল, তাকে সিবিআই গ্রেফতার করতে পারে বলে খবর।