উবেরের ভাড়া বাড়ল ১৫%, লাগু আজ রাত ১২টা থেকে
Wednesday, June 30 2021, 7:20 am
Key Highlightsকলকাতায় একদিকে জ্বালানির দাম বেড়েই চলেছে, পেট্রোলের দাম প্রায় ১০০ ছুঁই ছুঁই। অন্যদিকে অ্যাপ ক্যাব উবের শহরে তাদের ভাড়া পূর্বের তুলনায় ১৫% বৃদ্ধি করেছে। বুধবার অর্থাৎ ৩০শে জুন, ২০২১ রাত ১২টা থেকে উবের তাদের নতুন ভাড়ার পলিসি লাগুব করতে চলেছে। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, উবেরে যেই রাস্তার জন্য ৩৫০ টাকার কাছাকাছি ভাড়া লাগত, এবার থেকে সেই রাস্তায় ভাড়া লাগবে ৪০৩ টাকা। পাশাপাশি ভাড়া বাড়াতে চেয়ে হায়দ্রাবাদ হেড অফিসে আবেদন করেছে ওলাও। কিন্তু এই ভাড়া-বৃদ্ধি কোপ বসাচ্ছে মধ্যবিত্তের পকেটে।
Related topics - - জেলা
- পরিবহন
- ওলা
- উবের